ℂ𝕙𝕖𝕔𝕜 𝕃𝕚𝕤𝕥

  1. Date
  2. ম্যানেজার স্যার ছুটিতে থাকলে Sign-এর জায়গায় তাঁর নাম হবে না। আর অফিসে না থাকলেও (ঢাকা অফিসে থাকলে) ছুটিতে না থাকলে, নাম দিতে হবে।
  3. Assignee
  4. Carbon Copy (CC)-তে “Additional Charge / অতিরিক্ত দায়িত্ব” কথাটা লেখার দরকার নেই।

General

ম্যানেজার স্যার ছুটিতে থাকলে Sign-এর জায়গায় তাঁর নাম হবে না। আর অফিসে না থাকলেও (ঢাকা অফিসে থাকলে) ছুটিতে না থাকলে, নাম দিতে হবে।

TER (Tender Evaluation Report)-টি Approve হবার ০৭ (সাত) দিনের মধ্যে NOA দিতে হয়।

Notice

বিজ্ঞাপন খরচ বাঁচানোর জন্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল) পুরোটা না লিখে শুধু এপিএসসিএল লিখতে হবে।

নোটিশে টেন্ডারগুলোকে টাকার অধঃক্রমে সাজাতে হবে।

NOA

সূত্র নাম্বারে Division উল্লেখ করতে হবে।

NOA প্রদানের তারিখসহ ৭/১৪ দিন Count হবে। যেহেতু 'Working Day' টার্মটি নেই, তাই শেষ দিন শুক্রবার হলেও সেই তারিখটিই উল্লেখ করতে হবে।

Committee Purchase

ই-নথিতে কমিটির দপ্তরাদেশ অনুমোদন করে পত্রজারির পর যা করতে হবে।

  1. রতন স্যারের কমেন্ট দেখতে হবে।
  2. কোটেশন সংগ্রহ করতে বললে আহবায়ক'কে নথিটি পাঠাতে হবে।
  3. অন্যথায় রতন স্যারকে নথিটি পাঠাতে হবে।

তত্ত্বাবধায়ক

SE (Elect) XEN (Civil)
XEN (Substation)
XEN (I&C, Block-B)
XEN (Generator)
SE (Mech) XEN (Boiler)
XEN (Turbine)
XEN (Workshop)
XEN (Store)
SE (Elect), 450MW South XEN (Elect), 450MW South
XEN (Elect), 450MW North
SE (Mech), 450MW South XEN (Opn), 450MW South
MGR (Chem.), 450MW South
---
SE (Elect), 450MW North XEN (I&C), 450MW South
XEN (I&C), 450MW North
XEN (Opn), 450MW North
Theme Theme One Theme Two